Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত – জাপান প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা ও মত বিনিময়

ভারত – জাপান প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা ও মত বিনিময়


নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের উইলমিঙ্গটন-এ কোয়াড নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকের পাশাপাশি গতকাল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী মিঃ ফুমিও কিশিদা এক একান্ত সাক্ষাৎকারে মিলিত হন। 

২০২২-এর মার্চে অনুষ্ঠিত প্রথম বার্ষিক শীর্ষ বৈঠকের সময় থেকে তাঁদের মধ্যে যে যে আলোচনা হয়েছে তা আরও একবার স্মরণ করেন দুই বিশ্বনেতাই। প্রধানমন্ত্রী কিশিদাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রী নরেন্দ্র মোদী। কারণ, ভারত – জাপান বিশেষ কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে অবিচল নিষ্ঠা ও যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। গত কয়েক বছর ধরে বিশ্ব সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর বিশেষ অবদানের স্বাক্ষর রয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও জাপানের মধ্যে কৌশলগত তথা বিশ্ব সহযোগিতার বিশেষ সম্পর্ক বর্তমানে দশম বছরে পড়ল। এই বিষয়টিতে দুই প্রধানমন্ত্রীই বিশেষ সন্তোষ প্রকাশ করেন। শুধু তাই নয়, দু-দেশের মধ্যে বিভিন্ন স্তরে সম্পর্কের যেভাবে প্রসার ঘটেছে সেই বিষয়টিও তাঁরা পর্যালোচনা করেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং বি২বি ও পি২পি সহযোগিতাকে কিভাবে আরও গভীরে নিয়ে যাওয়া সম্ভব, সেসম্পর্কেও মত বিনিময় ঘটে তাঁদের মধ্যে। 

প্রধানমন্ত্রী কিশিদাকে বিদায় সম্ভাষণ জানিয়ে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টাগুলির সাফল্য কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। 

PG/SKD/AS