Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-জর্জিয়া বিমান পরিষেবা : চুক্তি স্বাক্ষরেরপ্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


জর্জিয়ার সঙ্গে ভারতের আকাশপথে যোগাযোগ চালু হতে চলেছে। বুধবার এই মর্মে একচুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থার(আই সি এ ও) সাম্প্রতিকতম নিয়ম-নীতি অনুসরণ করে এই চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে,দুটি দেশের মধ্যে আরও ভালভাবে সংযোগ ও যোগাযোগ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।বর্তমানে ভারত ও জর্জিয়ার মধ্যে বিমান পরিষেবা সম্পর্কিত কোনও চুক্তি নেই।

ভারত ও জর্জিয়ার মধ্যে বিমান পরিষেবা চালু হলে দ্বিপাক্ষিক বাণিজ্য,বিনিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় বিশেষভাবে উৎসাহিত হবে। এছাড়া, এই উদ্যোগেরফলে লাভবান হবে দু’দেশের বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও।

PG/SKD/SB