নয়া দিল্লি: ১২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার ভারত ও মরক্কো ’র মধ্যেস্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে (মউ) স্বাক্ষরের জন্য অনুমোদনদিল|
এই মউ-এ সহযোগিতার যেসব ক্ষেত্র রয়েছে, তার মধ্যেরয়েছে:
১)অ-সংক্রামক রোগ, যার মধ্যে রয়েছে শিশুদের হৃদরোগ ওক্যান্সার;
২)ওষুধের বিধিনিয়ম এবং ওষুধ তৈরির ক্ষেত্রে গুণমানেরনিয়ন্ত্রণ;
৩)সংক্রামক রোগ;
৪)জননী, শিশু ও নবজাতকের স্বাস্থ্য;
৫)ভালো অভ্যাসের বিনিময়ের জন্য হাসপাতালের মধ্যে জুটিতৈরি করা;
৬)স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালের প্রশাসন ওপরিচালনার প্রশিক্ষণ;
৭)পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে সহযোগিতার অন্যান্যক্ষেত্র|
সহযোগিতার আরও বিস্তৃত প্রেক্ষাপটের জন্য এবং এই মউ-এররূপায়ণ তদারকির জন্য একটি কর্মীগোষ্ঠী গঠন করা হবে|
PG/SK/A.D.