প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও ভুটানের মধ্যে ব্যবসা,বাণিজ্য ও ট্রানজিট নিয়ে একটি চুক্তির অনুমোদন দিল|
ভারতও ভুটানের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ভারত ও ভুটান সরকারের ব্যবসা,বাণিজ্য ও ট্রানজিট চুক্তির দ্বারা পরিচালিত হয়| দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্যেরজন্য এই চুক্তি| তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করার ক্ষেত্রেও বিনাশুল্কট্রানজিটের সুবিধা প্রদান করে এই চুক্তি|
এইচুক্তি ২০০৬ সালের ২৯ জুলাই দশ বছরের জন্য পুনর্নবীকরণ করা হয়েছিল| কুটনৈতিকস্মারক আদান প্রদানের মাধ্যমে এই চুক্তির মেয়াদ ২৯ জুলাই ২০১৬ থেকে এক বছরের জন্যঅথবা নতুন চুক্তি হওয়া পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল|
ভারতও ভুটানের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহ্যগতভাবে অনন্য যা পারস্পরিক বিশ্বাসও বোঝাপড়ার দ্বারা চিহ্নিত| বছরের পর বছর ধরে বিকশিত হওয়া এই সম্পর্ক ব্যবসা,বাণিজ্য ও ট্রানজিটের প্রস্তাবিত চুক্তির দ্বারা আরও শক্তিশালী হয়ে উঠবে|
PG/A.D