নয়াদিল্লি, ২১ ফব্রুয়ারি, ২০২৫
নতুন দিল্লিতে SOUL লিডারশিপ কনক্লেভে ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় শেরিং তোবগে-র ভাষণের প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত ও ভুটানের মধ্যে অনন্য ও ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করার বার্তা দিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“আমার বন্ধু প্রধানমন্ত্রী শেরিং তোবগে-র সঙ্গে আবার সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। @LeadWithSOUL লিডারশিপ কনক্লেভে তাঁর ভাষণের প্রশংসা করছি। ভারত ও ভুটানের মধ্যে অনন্য এবং ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও গভীর করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
@tsheringtobgay”
SC/MP/DM
Pleasure to once again meet my friend PM Tshering Tobgay. Appreciate his address at the Leadership Conclave @LeadWithSOUL. We remain committed to deepening the unique and historical partnership between India and Bhutan.@tsheringtobgay pic.twitter.com/fOvskGvaOp
— Narendra Modi (@narendramodi) February 21, 2025