Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ফ্রান্সের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের চতুর্দশ ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ

ভারত ও ফ্রান্সের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের চতুর্দশ ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণ


নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁ আজ প্যারিসে ভারত ও ফ্রান্সের বিভিন্ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের চতুর্দশ ফোরামে যৌথভাবে ভাষণ দিয়েছেন। এই ফোরামে প্রতিরক্ষা, আকাশপথে চলাচল, অত্যাধুনিক গুরুত্বপূর্ণ প্রযুক্তি, পরিকাঠামো, উন্নত নির্মাণ, কৃত্রিম মেধা, জীবনবিজ্ঞান, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য ও আতিথেয়তা সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত দুই দেশের সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা (সিইও) উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ভারত ও ফ্রান্সের মধ্যে ব্যবসাবাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, দুটি দেশের কৌশলগত অংশীদারিত্বে গতি এসেছে। ভারতের স্থিতিশীলভাবে নীতি গ্রহণ এবং সম্ভাব্য নীতিগুলি সম্পর্কে সহজেই পূর্বাভাস পাওয়ার ফলে বিদেশি সংস্থাগুলি এ দেশে বিনিয়োগ করতে আগ্রহ বোধ করে। সম্প্রতি পেশ হওয়া বাজেটে যে সংস্কারগুলির উল্লেখ করা হয়েছে, সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বীমা সংস্থাগুলির ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সংস্থান রাখা হয়েছেএসএমআর এবং এনএমআর প্রযুক্তির ওপর ভিত্তি করে অসামরিক পারমাণবিক শক্তিক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। শুল্কের হারকে যুক্তিসঙ্গত করা হয়েছে। আয়করের ক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীর সরলীকরণ করার ফলে জীবনযাত্রা আরও সহজ হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক নীতি গ্রহণ করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আর্থিক প্রশাসনের প্রতি আস্থা অর্জনের জন্য একটি উচ্চপর্যায়ের নিয়ামক সংস্থা গড়ে তোলা হয়েছে। গত কয়েক বছরে ৪০ হাজারের বেশি বিধি সংক্রান্ত বাধ্যবাধকতাকে সহজ করা হয়েছে।

প্রধানমন্ত্রী ভারতের উন্নয়ন যাত্রায় ফরাসি সংস্থাগুলিকে অংশীদার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিরক্ষা, জ্বালানি, মহাসড়ক, অসামরিক বিমান চলাচল, মহাকাশ, স্বাস্থ্য পরিষেবা, ফিনটেক এবং সুস্থায়ী উন্নয়নের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক স্তরে ভারতের দক্ষতা, প্রতিভা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রশংসিত হচ্ছে। কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম, ক্রিটিক্যাল মিনারেল এবং হাইড্রোজেন মিশনের মত বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণও সমাদৃত হচ্ছে। ফরাসি সংস্থাগুলিকে ভারতের উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। উদ্ভাবন, বিনিয়োগ এবং প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্বে দুটি দেশ একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রীর মূল ভাষণটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন :

https://www.mea.gov.in/Speeches-Statements.htm?dtl/39028/English_Translation_of_Prime_Ministers_remarks_at_the_IndiaFrance_CEO_Forum_Paris_February_11_2025

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, ফ্রান্সের ইউরোপ ও বিদেশ সংক্রান্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী জ্যাঁনোয়েল ব্যারোত এবং অর্থনীতি, শিল্প ও ডিজিটাল দপ্তরের মন্ত্রী শ্রী এরিক লোম্বার্ড এই ফোরামে বক্তব্য রাখেন।

দুটি দেশের বিভিন্ন সংস্থার যেসব মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা হলেন :

ভারতের পক্ষে:

1

Jubiliant Foodsworks/Jubiliant Life Sciences, Food and Beverage

Hari Bhartia, Co-Chairman and Director

2.

CII

Chandrajit Banerjee, Director General

3.

Titagarh Rail Systems Limited (TRSL), Railways and Infrastructure

Umesh Chowdhary, Vice Chairman and Managing Director

4.

Bharat Light & Power Private Limited, (Renewable Energy)

Tejpreet Chopra, President & CEO

5.

P Mafatlal Group, Textiles and Industrial Products

Vishad Mafatlal, Chairman

6.

boat, Consumer Electronics (Wearables)

Aman Gupta, Co-Founder

7.

Dalit Indian Chamber of Commerce & Industry (DICCI), Business Advocacy and Inclusion

Milind Kamble, Founder/Chairman

8.

Skyroot Aerospace, Aerospace & Space and Technology

Pawan Kumar Chandana,Co-Founder

9.

Agnikul, Aerospace & Space and Technology

Srinath Ravichandran, Co-Founder & CEO

10.

Tata Advanced Systems Ltd, Aerospace and Defense

Sukaran Singh, Managing Director

11

UPL Group, Agrochemical and Agribusiness

Vikram Shroff, Vice Chairman and Co-CEO

12.

Sula Vineyards, Food and Beverage

Rajeev Samant, CEO

13.

Dynamatic Technologies Ltd, Aerospace & Defence, and Engineering

Udayant Malhoutra, CEO & Managing Director

14.

Tata Consulting Engineers (TCE), Engineering and Consulting

Amit Sharma, Managing Director & CEO

15.

Nykaa, Cosmetics and consumer goods

Falguni Nayyar,CEO

সংস্থার নাম (ক্ষেত্র) নাম ও সংস্থার পদাধিকারী

ফ্রান্সের পক্ষে:

সংস্থার নাম (ক্ষেত্র)

নাম ও সংস্থার পদাধিকারী

1

Air Bus, Aerospace & Defence

Guillaume Faury, CEO

2.

Air Liquide, Chemicals, Health care, Engineering

François Jackow, CEO & a member of the Board of Directors of the Air Liquide Group

3.

BlaBlaCar, Transport, Services

Nicolas Brusson, CEO & Co-Founder

4

Capgemini Group, Information Technology, Engineering

Aiman Ezzat, CEO

5

Danone, Food & Beverages

Antoine de SAINT-AFFRIQUE, CEO

6

EDF, Energy, Power

Luc Rémont, Chairman &CEO

7

Egis Group, Architecture Construction Engineering

Laurent Germain, CEO

8.

Engie Group, Energy, Renewable Energy

Catherine MacGregor, CEO & Board Member of ENGIE.

9

L’Oréal, Cosmetics & Consumer Goods

Nicolas Hieronimus, CEO & Member of Board of Directors

10

Mistral AI, Artificial Intelligence

Arthur Mensch, CEO & Co-Founder

11

Naval Group, Defence, Shipbuilding, Engineering

Pierre Eric Pommellet, Chairman & CEO

12.

Pernod Ricard, Alcohol Beverages, FMCG

Alexandre Ricard, Chairman & CEO

13

Safran, Aerospace & Defence

Olivier Andriès, CEO

14.

Servier, Pharmaceuticals, Health care

Olivier Laureau, President & CEO

15

Total Energies SE, Energy

PATRICK Pouyanné, Chairman & CEO

16

Vicat, Construction

Guy Sidos, Chairman & CEO

 

SC/CB/DM