রক ফসফেট ও এমওপি’র খনি ও খনন সংক্রান্ত কর্মপ্রচেষ্টা এবং জর্ডনে ফসফোরিকঅ্যাসিড, ডিএপি এবং এনপিকে সারের উৎপাদন সম্পর্কিত সহযোগিতা প্রসারে ভারত ওজর্ডনের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে আজ অনুমোদনদেওয়া হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার এক বৈঠকে।
এই চুক্তির আওতায় জর্ডনের চাহিদা মেটাতে ঐ দেশে কাঁচা মাল এবং সার যোগানেরবিষয়টি নিরন্তর করে তোলা সম্ভব হবে।
****
PG/SKD/ SB…