Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত এবং নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে বার্তালাপ


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে কথা বলেছেন।

উভয় নেতাই কোভিড-১৯ সংক্রমনের জেরে বর্তমান পরিস্থিতি এবং এর ফলে  স্বাস্থ্য ক্ষেত্রের সমস্যা ও উভয় দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বে যে ভাবে  সে দেশের সরকার এই সমস্যা মোকাবিলায় সবরকম ব্যবস্থাপনা করেছে এবং  নেপালবাসী সঙ্কল্প গ্রহণ করে লড়াই চালাচ্ছেন তার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী।

সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে এই মহামারী বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সমন্বয় গড়ে তুলতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছিলেন ,তার জন্য পুনরায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ওলি। নেপালকে, ভারতের পক্ষ থেকে যথাযথ সাহায্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান  শ্রী ওলি।

এই বিশ্ব সংক্রমণ মোকাবিলায় নেপালকে সম্ভাব্য সবরকম সহয়তায় দানে ভারত বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সীমান্তপারে নিত্যপ্রয়োজনীয় পণ্য  সরবরাহ সহ কোভিড ‌-১৯ সংক্রমণ মোকাবিলা সংক্রান্ত সব বিষয়ে উভয় দেশের আধিকারিকরা পরস্পরের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলবে বলেও তাঁরা জানান।

প্রধানমন্ত্রী ওলি ও নেপালবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

 

CG/ SS