Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-ইতালি ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

ভারত-ইতালি ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ


নয়া দিল্লি, ০৬ নভেম্বর, ২০২০

 

 

মহামান্যবর,

 

নমস্কার!   

 

আপনার প্রাথমিক বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 

কোভিড -১৯ এর কারণে, যেমনটি আপনি উল্লেখ করেছেন, আমার মে মাসে নির্ধারিত ইতালি ভ্রমণ স্থগিত করতে হয়েছিল। আনন্দের বিষয় হ’ল আজ আমরা ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে মিলিত হতে পেরেছি। সবার আগে আমি করোনা ভাইরাসের সংক্রমণে ইতালিতে যে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে সে জন্য আমার এবং ভারতের সকল নাগরিকের পক্ষ থেকে সমবেদনা জানাই। যখন বিশ্বের অন্য অনেক দেশ করোনা ভাইরাসের বিপদের সঙ্গে সবে পরিচিত হচ্ছিলো, সংক্রমণের গতি-প্রকৃতি বোঝার চেষ্টা করেছিলো, তখন আপনারা এই বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন।

আপনি সম্পূর্ণ সাফল্যের সঙ্গে একটি চূড়ান্ত কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠেছেন এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বপ্রদানের মাধ্যমে গোটা দেশকে সংগঠিত করে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছেন। অতিমারীর সেই প্রারম্ভিক মাসগুলিতে ইতালির এই সাফল্য আমাদের সকলকে অনুপ্রাণিত করেছিল। আপনাদের অভিজ্ঞতা আমাদের সকলকে সংকটের সময়ে সঠিক পথ দেখিয়েছে।

 

মহামান্যবর,

আপনার মতো আমিও ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ও নিবিড় করার জন্য ব্যগ্র এবং প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৮ সালের সেই প্রযুক্তি শীর্ষ সম্মেলন ‘টেক সামিট’ উপলক্ষ্যে আপনার ভারত সফর এবং আমাদের বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক দিক স্পর্শ করেছে। ফলে ভারতের জনগণের মনে ইতালির প্রতি নতুন কৌতূহল জেগে উঠেছে। ইতালির জনগণ ভারত সম্পর্কে আরও আগ্রহী হয়েছেন। আমার জন্যে এটি অত্যন্ত আনন্দদায়ক অনুভূতি। ২০১৮ সালে আমাদের কথোপকথনের পরে, পারস্পরিক বার্তার আদানপ্রদান এবং উভয় দেশের পারস্প্রিক আমদানী রপ্তানীতে অনেক গতি এসেছে। আমি জেনে খুশি যে ইতালির সংসদ গত বছর ‘ভারত-ইতালি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন করেছে। আশা করি, কোভিড সংক্রমণের পরিস্থিতি  উন্নত হওয়ার পরে, আমরা ইতালির সংসদ সদস্যদের ভারতে স্বাগত জানানোর সুযোগ পাব।

 

মহামান্যবর,

এটা পরিষ্কার যে কোভিড-১৯ মহামারীটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই ইতিহাসে একটি বিশেষ উল্লেখ্য বিপর্যয় হিসেবে লিপিবদ্ধ থাকবে। আমাদের সকলকে এই নতুন বিশ্বের সঙ্গে, করোনা পরবর্তী বিশ্বের উপযোগী করে নিজেদের অভিযোজিত করতে হবে। এই অতিমারী উদ্ভূত বিভিন্ন সমস্যা এবং সুযোগগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। আমাদের সবাইকে নতুনভাবে প্রস্তুত থাকতে হবে।

আমি নিশ্চিত যে আমাদের আজকের বার্তালাপ আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে, পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে তুলবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি সনাক্ত করতে সাহায্য করবে।

 

ধন্যবাদ।

 

 

CG/SB