Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি অনুমোদিত হল অস্ট্রেলিয়ার সংসদে


নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০২২
 

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যের বিষয়টি অস্ট্রেলিয়ার সংসদে অনুমোদিত হওয়ায় ঐ দেশের প্রধানমন্ত্রী মিঃ অ্যান্টনি অ্যালবানিজকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন যে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পাদিত অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তিটিকে বিশেষভাবে স্বাগত জানাবে বাণিজ্যিক গোষ্ঠীগুলি। এই চুক্তির বাস্তবায়নের মাধ্যমে দু-দেশের মধ্যে এক সুসংবদ্ধ, কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে উঠবে।

এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন:

“ধন্যবাদ প্রধানমন্ত্রী অ্যালবানিজ। ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তিটিকে আমাদের বাণিজ্যিক গোষ্ঠীগুলি বিশেষভাবে স্বাগত জানাবে বলে আমি মনে করি। এর মধ্য দিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সুসংবদ্ধ, কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে।”

 

PG/SKD/NS