Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের ৭৬-তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তাঁদের শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন


নয়াদিল্লি, ২৬ জানুয়ারি , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের ৭৬-তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে তাঁদের শুভেচ্ছার জন্য বিশ্ব নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। 

এক্স হ্যান্ডেলে নেপালের প্রধানমন্ত্রীর পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন,

“প্রধানমন্ত্রী @kpsharmaoli আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য অভিন্দন জানাই। ভারতীয় গণতন্ত্রের ৭৫-তম বর্ষপূর্তিতে আমরা উভয় রাষ্ট্রের মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক এবং বন্ধুত্বকে সম্মান জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, আগামীদিনেও উত্তরোত্তর তা বৃদ্ধি পাবে।”

মালদ্বীপের রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলের পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,

“রাষ্ট্রপতি @MMuizzu ভারতের সাধারণতন্ত্র দিবসে আপনার শুভেচ্ছার জন্য অভিনন্দন। ভারত ও মালদ্বীপের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আপনার মনোভাবের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্কের আরও গভীরতা প্রসারে আমরা দায়বদ্ধ।”

ভুটানের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,

“ আমার বন্ধু প্রধানমন্ত্রী @tsheringtobgay ভারতীয় গণতন্ত্র ৭৫-তম বর্ষ পূর্ণ করা নিয়ে আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য অভিনন্দন জানাই। ভারত ও ভুটানের মধ্যে অনন্য এবং বিশেষ সহযোগিতার সম্পর্ককে আমরা খুবই গুরুত্ব দিই।”

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন,

“ ভারতের ৭৬-তম সাধারণতন্ত্র দিবস নিয়ে @SherBDeuba আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য অভিন্দন জানাই। আমাদের উভয় দেশের মানুষের মধ্যে প্রাচীন বন্ধুত্বের সম্পর্ক উত্তরোত্তর আরও শক্তিশালী ও প্রসারিত হোক।”

মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলের পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন,

“ভারতের সাধারণতন্ত্র দিবস নিয়ে আন্তরিক শুভেচ্ছার জন্য @ibusolih আপনাকে ধন্যবাদ।”

 

SC/ AB /NS