Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের ৭৫তম স্বাধীনতার বছরে এ দেশ থেকে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি বাণিজ্যের সাফল্যে দেশবাসীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৯ মার্চ, ২০২৩

 

দেশের ৭৫তম স্বাধীনতার বছরটিতে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি সাফল্যের জন্য দেশবাসীর উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন :

“এই সাফল্যের জন্য প্রশংসা প্রাপ্য সকল ভারতবাসীরই।

এই শক্তি আগামীদিনে ভারতকে আত্মনির্ভর হতে সাহায্য করবে।” 

শ্রী গোয়েল তাঁর ট্যুইট বার্তায় দেশের ৭৫তম স্বাধীনতার বছরটিতে এ দেশ থেকে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের সফল রপ্তানি বাণিজ্যের বিষয়টিকে তুলে ধরেছিলেন।
 

 

PG/SKD/DM/