নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২২
ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও উদযাপন প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে এর মধ্য দিয়ে দেশের সংস্কৃতি ও যুব সমাজের মধ্যে এক গভীর বন্ধন গড়ে উঠবে।
কলা রামনাথের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“এ হল এক ব্যতিক্রমী প্রচেষ্টা। ভারতের সমৃদ্ধ সাঙ্গীতিক ঐতিহ্যের সংরক্ষণ ও উদযাপন প্রচেষ্টার সঙ্গে যে বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে, এ হল তারই এক নিদর্শন। এই প্রচেষ্টা যে দেশের সংস্কৃতি ও যুব সমাজের মধ্যে এক গভীর বন্ধনের সম্পর্ক গড়ে তুলবে, এ বিষয়ে আমি নিশ্চিত।”
PG/SKD/DM/
Exceptional effort, indicative of the passion and dedication to preserve as well as celebrate India’s rich musical tradition. I am sure it will deepen the connect between our youth and our culture. https://t.co/vwg5pWO0fV
— Narendra Modi (@narendramodi) December 10, 2022