নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি-২০ সচিবালয়ে নিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভারতের সভাপতিত্বে এই গোষ্ঠীর আন্তর্জাতিক নীতিমালা তৈরিতে সদ্য নিযুক্তরা সাহায্য করবেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র শ্রী অরিন্দম বাগচীর এক ট্যুইট বার্তাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন, “এটি দারুন এক কাজের সুযোগ…”
PG/SB/SB
This is an exciting opportunity… https://t.co/h0p6vxgzUj
— Narendra Modi (@narendramodi) September 29, 2022