Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের দরিদ্রতম মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের অগণিত উদ্যোগের একটি সৃজনশীল উপস্থাপনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গত ৯ বছরে এইসব উদ্যোগের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এসেছে।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গত ৯ বছর ধরে ভারতের দরিদ্রতম মানুষদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। অগণিত উদ্যোগের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন নিয়ে এসেছি। প্রত্যেক নাগরিকের মানোন্নয়ন এবং তাঁদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে”।