নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পরবর্তী প্রজন্মের লঞ্চ ভেহিকেল (এনজিএলভি) নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সরকার মহাকাশে ভারতীয় অন্তঃরীক্ষ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তার নিরিখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অমৃতকালে ভারতীয় মহাকাশ কর্মসূচিতে উচ্চ ভারবহন ক্ষমতাসম্পন্ন ও পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের প্রয়োজন দেখা দিয়েছে, সেজন্যই এই পরবর্তী প্রজন্মের লঞ্চ ভেহিকেল নির্মাণের উদ্যোগ। নতুন এই লঞ্চ ভেহিকেলে ৩০ টন ভারবহনের ক্ষমতা থাকবে। এর প্রথম পর্যায়টি পুনর্ব্যবহারযোগ্য। বর্তমানে ভারত লো আর্থ অরবিটে ১০ টন পর্যন্ত এবং জিও সিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে ৪ টন পর্যন্ত ভার বহনের ক্ষমতাসম্পন্ন যান পাঠাতে পারে।
এই প্রকল্পে ভারতীয় শিল্পমহলের ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রেও শিল্পমহলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মোট ৮ হাজার ২৪০ কোটি টাকার তহবিলে অনুমোদন দেওয়া হয়েছে।
PG/SD/SKD/
India's space ambitions take yet another important leap with the approval of the Next Generation Launch Vehicle (NGLV)! This will bring us closer to establishing the Bharatiya Antariksh Station and achieving a crewed Moon landing by 2040.https://t.co/G2GExuQIyy
— Narendra Modi (@narendramodi) September 18, 2024