নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ১ বিলিয়ন টন কয়লা উৎপাদনের সাফল্যের প্রশংসা করেছেন। এটি শক্তির ক্ষেত্রে সুরক্ষা, আর্থিক অগ্রগতি ও স্বনির্ভরতার ক্ষেত্রে অঙ্গীকারের বার্তা দিচ্ছে।
কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডির এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী এক্স পোস্টে লিখেছেন:
“ভারতের এক গর্বিত মুহূর্ত!
১ বিলিয়ন টন কয়লা উৎপাদন অতিক্রমের বিরাট মাইলফলক অর্জন, শক্তি সুরক্ষা, আর্থিক অগ্রগতি এবং স্বনির্ভরতার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের সাফল্য তুলে ধরছে। সেইসঙ্গে, এই সাফল্য, এই ক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের নিষ্ঠা ও কঠোর শ্রমেরও বার্তা দিচ্ছে।”
SC/MP/SB
A Proud Moment for India!
— Narendra Modi (@narendramodi) March 21, 2025
Crossing the monumental milestone of 1 Billion tonnes of coal production is a remarkable achievement, highlighting our commitment to energy security, economic growth and self-reliance. This feat also reflects the dedication and hardwork of all those… https://t.co/K8sHQssLHq