Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতের আইসিএআই এবং সৌদি আরবের সার্টিফায়েড পাবলিক অ্যাকাউনটেন্টস সংস্হার মধ্যে সাক্ষরিত সমঝোতা পুনর্নবীকরণে মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতের ইন্সটিটিউট অফ্ চাটার্ড অ্যাকাউন্ট্যান্স অফ ইন্ডিয়া (আইসিএআই) এবং সৌদি আরবের সংগঠন সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্স (এসওসিপিএ)-এর মধ্যে ২০১৪-য় সাক্ষরিত সমঝোতাপত্র পুনর্নবীকরণের (মউ) বিষয়টি অনুমোদন করেছে। সেইসঙ্গে, ঐ সমঝোতাপত্রের পুনর্নবীকরণেও সায় দিয়েছে। এর ফলে ঐ দুই প্রতিষ্ঠানের মধ্যে কর্পোরেট প্রশাসন, কারিগরি গবেষণা ও পরামর্শ, গুনমান নিশ্চয়তা, বৈদেশিক হিসাব-নিকাশ, ইসলামিক ফাইন্যান্স, পেশাদারিত্বের অগ্রগতি অব্যাহত রাখার মতো বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত হবে।

আইসিএআই-এর সদস্য, প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ক্ষেত্রে একযোগে কাজ করার লক্ষ্যেই এই সমঝোতাপত্র সাক্ষরিত হয়। এই সমঝোতাপত্র সাক্ষরের ফলে আইসিএআই-এর সদস্যদের পেশাদারি দক্ষতা বাড়ানোর সুযোগ পাওয়া যাবে। একইসঙ্গে স্হানীয় পেশাদারদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও আইসিএআই-এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে। হিসাব-নিকাশ সংক্রান্ত পেশার মান ও এর মর্যাদা বাড়াতেও এই সমঝোতাপত্রটি আইসিএআই-কে সাহায্য করবে।

উল্লেখ করা যেতে পারে, জেড্ডা, রিয়াধ ও সৌদি আরবকে নিয়ে পূর্বাঞ্চলীয় প্রদেশে আইসিএআই-এর তিনটি চ্যাপ্টার বা শাখা রয়েছে, যেখানে ২০০ জনেরও বেশি সদস্য বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন।

CG/BD/NS/…