Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘ভারতীয় শিল্পোদ্যোগ বিকাশ সেবা’ নামে এক ক্যাডারসার্ভিস চালু করার অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


কেন্দ্রীয়ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের উন্নয়ন কমিশনারের দপ্তরে ‘ভারতীয়শিল্পোন্নয়ন সেবা’ নামে একটি নতুন ক্যাডার সার্ভিস সৃষ্টি করা হচ্ছে।

আজ এখানেপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেএই মর্মে একটি অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার প্রয়োজনীয় অনুমতি মিলেছে ‘ক্যাডাররিভিউ’-এর কাজেও। এই নতুন ক্যাডার সার্ভিস চালু করার ফলে দপ্তরের কাঠামোরই শুধুপরিবর্তন ঘটবে না, সেই সঙ্গে দপ্তরের সামগ্রিক কাজকর্ম আরও জোরদার হয়ে উঠবে। এর সুবাদে‘স্টার্ট আপ ইন্ডিয়া’, ‘স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিরলক্ষ্য পূরণের কাজও অনেকটা এগিয়ে যাবে।

মন্ত্রিসভার এইসিদ্ধান্তের ফলে সংস্থার সার্বিক ক্ষমতা ও দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। সেইসঙ্গে, কারিগরি আধিকারিকদের বিশেষ ক্যাডার সৃষ্টির ফলে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ওমাঝারি শিল্পোদ্যোগের সার্বিক দক্ষতা ও কার্যক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

PG/SKD/SB