নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
ভারতীয় ক্রিকেট খেলোয়াড় চেতেশ্বর পুজারা তাঁর ব্যক্তিগত শততম টেস্ট ম্যাচ খেলার আগে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সস্ত্রীক গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী চেতেশ্বর পুজারাকে শুভকামনা জানান।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন :
“আজ পূজা এবং আপনার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আপনার শততম টেস্ট ম্যাচ এবং ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা।@cheteshwar1”
PG/PM/DM
Delighted to have met Puja and you today. Best wishes for your 100th Test and your career.@cheteshwar1 https://t.co/Ecnv7XWLfv
— Narendra Modi (@narendramodi) February 14, 2023