Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতীয় কৃষি গবেষণা সংস্থার দুই একর জমি হস্তান্তরের প্রস্তাবেঅনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারতীয় কৃষি গবেষণা সংস্থার (আইএআরআই) দুই একর জমিভারতের পশু চিকিৎসা পরিষদ (ভিসিআই)-এর অনুকূলে হস্তান্তরের একটি প্রস্তাব আজঅনুমোদিত হ’ল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আলাপ-আলোচনার পর জমি হস্তান্তর সম্পর্কিত এইপ্রস্তাবটিতে সম্মতি দেয় মন্ত্রিসভা। ৯৯ বছরের লিজ-এ আইএআরআই-এর এই জমিটি দেওয়াহবে ভিসিআই-কে। এজন্য মোট লিজ-এর দর স্থির হয়েছে বছরে এক টাকা বর্গমিটার হিসেবেমোট ৮০১২৭৮ টাকা।

এই জমিটিতে ভিসিআই পেশাদার পশু চিকিৎসকদের দক্ষতা বিকাশসম্পর্কিত বিভিন্ন কর্মসূচি গড়ে তোলার কাজে ব্যবহার করবে। জমিটিতে সমস্ত রকমসুযোগ-সুবিধার প্রসার ঘটানোর কাজ সম্পূর্ণ হওয়ার পরবর্তী পর্যায়ে দেশের গ্রামীণজনসংখ্যার জন্য অতিরিক্ত বিশেষ কর্মসূচির আয়োজন করবে ভিসিআই। এর ফলে, দেশেরঅর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

PG/SKD/SB