ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল কর্মীকে অভিনন্দন জানিয়েছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :
“ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর কর্মীদের জানাই আমার অভিনন্দন। তাঁরা শ্রমও সাহসিকতার সঙ্গে প্রহরায় নিযুক্ত রয়েছেন আমাদের উপকূলরেখা বরাবর”।
PG/SKD/SB
Greetings to Indian Coast Guard personnel on their Foundation Day. They are diligently & bravely guarding our coasts https://t.co/2hp6jmdlA5
— Narendra Modi (@narendramodi) February 1, 2017