Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা তথা মর্যাদালাভের দিনটি হল আজ, এই উপলক্ষে বাহিনীর ভূমিকা ও অবদানের বিশেষ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৫

 

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা তথা মর্যাদালাভের বিশেষ দিনটি আজ দেশে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সকল কর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বাহিনীর নিষ্ঠা, সাহসিকতা এবং বিশাল উপকূল অঞ্চল রক্ষার কাজে তাদের নিরন্তর সতর্কতা ও নজরদারির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি। 

শ্রী মোদী বলেছেন, নৌ-অঞ্চলের নিরাপত্তা থেকে বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়া, চোরাচালান-বিরোধী তৎপরতা থেকে পরিবেশ সুরক্ষার কাজে নেমে পড়া এবং অন্যান্য আনুষঙ্গিক কাজে তাদের ভূমিকা ও অবদানের আমি প্রশংসা করি। সমুদ্র উপকূলে তথা সমুদ্র অঞ্চলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী হল এক অতন্দ্র প্রহরী যা আমাদের সমুদ্র এলাকার পাশাপাশি দেশবাসীর নিরাপত্তাকেও নিশ্চিত করেছে। 

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন : 

“আজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা তথা মর্যাদালাভের দিন। বাহিনীর কর্মীরা নিষ্ঠা, সাহসিকতা এবং নিরন্তর সতর্কতা ও নজরদারির মাধ্যমে দেশের সুবিস্তৃত উপকূল রেখাকে সুরক্ষিত রেখেছে। নৌ-নিরাপত্তা থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা, চোরাচালান-বিরোধী তৎপরতা থেকে শুরু করে পরিবেশ সুরক্ষা সহ আনুষঙ্গিক সমস্ত রকম কাজেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী হল আমাদের সমুদ্র এলাকার এক অদম্য ও অতন্দ্র প্রহরী। তাদের ভূমিকা দেশের জল ও স্থল সহ সকল দেশবাসীর সুরক্ষা ও নিরাপত্তাকে নিশ্চিত করেছে। @IndiaCoastGuard”

SC/SKD/DM