প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা বিকাশ এবং শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শ্রী প্রধান জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তিতে ‘আরও একবার জ্ঞানচর্চার কেন্দ্র’ শীর্ষক নিবন্ধটি লিখেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে :
“জাতীয় শিক্ষানীতির তৃতীয় বার্ষিকীতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী @dpradhanbjp একটি নিবন্ধে ভারতকে অত্যাধুনিক প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিক্ষানীতি কিভাবে সাহায্য করবে সেই বিষয়টি লিখেছেন।”
On the National Education Policy’s third anniversary, Union Minister for Education, Shri @dpradhanbjp writes how the policy is geared to making India the epicentre of emerging technologies.https://t.co/B1rbPJTFow
— PMO India (@PMOIndia) July 29, 2023