Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও ব্রাজিলের মধ্যে জেবু ক্যাটল জেনোমিক্স এবং সহযোগিতামূলক প্রজনন প্রযুক্তি’র ক্ষেত্রে সহযোগিতার জন্য মউ-এ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যেকেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভারতও ব্রাজিলের মধ্যে জেবু ক্যাটল জেনোমিক্স এবং সহযোগিতামূলক প্রজনন প্রযুক্তি’রক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মউ) নিয়ে অবহিত হলো| ২০১৬সালের অক্টোবর মাসে এই মউ স্বাক্ষরিত হয়েছে|

এই মউ ভারত ও ব্রাজিলের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েযাবে এবং পারস্পরিক সম্মতিমূলক পদ্ধতির যৌথ কর্মকাণ্ডের মাধ্যমে গবাদি পশুরক্ষেত্রে জেনোমিক্স ও সহযোগিতামূলক প্রজনন প্রযুক্তির (এ.আর.টি.) উন্নয়নে উত্সাহপ্রদান করবে|

নিয়মিতভাবে কাজকর্ম নির্ধারণ ও উন্নয়নমূলক কর্মপরিকল্পনা এবং পাশাপাশি এরমূল্যায়নের প্রয়োজনে দুই পক্ষ থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে একটি রূপায়ণ কমিটিগঠন করা হবে|

একে দুগ্ধক্ষেত্রে দীর্ঘস্থায়ী উন্নয়ন তথা প্রাতিষ্ঠানিকশক্তিবৃদ্ধির ওপর ভিত্তি করে বর্তমান জ্ঞানকে বিস্তীর্ণ করার উদ্দেশ্যে গবাদি পশুও মোষ-এর বংশবৃদ্ধির উন্নয়নের ক্ষেত্রে যৌথ পরিকল্পনার মাধ্যমে রূপায়িত করা হবে|

এই মউ বৈজ্ঞানিক সহযোগিতাকে উত্সাহিত করবে এবং এগিয়ে নিয়ে যাবে| তাছাড়াকিছু বিষয়ের ওপর ভিত্তি করে জেবু ক্যাটল-এর ক্ষেত্রে জেনমিক সিলেকশন কর্মসূচি গঠনকরবে| যার মধ্যে রয়েছে—(ক)জেবু ক্যাটল ও তাদের মিশ্রণ এবং মোষের মধ্যে জেনমিকেরব্যবহার, (খ)গবাদি পশু ও মোষের মধ্যে সহযোগিতামূলক প্রজনন প্রযুক্তির (এ.আর.টি.)ব্যবহার, (গ)জেনমিক এবং সহযোগিতামূলক প্রজনন প্রযুক্তিতে দক্ষতার উন্নয়ন (ঘ)দুইদেশের আইন ও বিধির সঙ্গে মিলিয়ে জেনমিক এবং এ.আর.টি.’র সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়ন| ভারতে এর জন্য যে আইন রয়েছে তা হচ্ছে,ভারত সরকারের ট্রানসাকশান অফ বিজনেস রুল, ১৯৬১ এর রুল ৭ (ডি.)(I)|

SK/A.D………