Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভাদোদরায় বেশ কয়েকটি উন্নয়নপ্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী রবিবার ভাদোদরা সিটি কম্যান্ড কন্ট্রোল সেন্টার, ওয়াঘোদিয়া আঞ্চলিক জল সরবরাহপ্রকল্প এবং ব্যাঙ্ক অফ বরোদার নতুন সদর দফতর ভবনটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার(গ্রামীণ ও শহরাঞ্চলের) আওতায় সুফল গ্রহীতাদের হাতে বাসস্হানের চাবি-ও তুলে দেনতিনি। সুসংবদ্ধ পরিবহণকেন্দ্র, আঞ্চলিক জল-সরবরাহ কর্মসূচি, আবাসন প্রকল্প এবংএকটি ফ্লাইওভার সহ বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পেরও এদিন শিলান্যাস করেনপ্রধানমন্ত্রী। মুন্দ্রা-দিল্লী পেট্রোলিয়াম উৎপাদন সম্পর্কিত একটি পাইপলাইন এবংএইচপিসিএল-এর একটি গ্রীনফিল্ড বিপণন টার্মিনাল প্রকল্পেরও এদিন ভিত্তিপ্রস্তরস্হাপন করেন তিনি।

এই উপলক্ষে ভাদোদরায় একসমাবেশে ভাষণদানকালে শ্রী মোদী বলেন, ভাদোদরা শহরে যেভাবে এবং যে মাত্রায় উন্নয়নকর্মসূচির কাজ এদিন শুরু হল তা এককথায় অভূতপূর্ব।

প্রধানমন্ত্রী বলেন,উন্নয়নকেই যে তাঁর সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে একথা আজ সুস্পষ্ট। নাগরিকদেরসার্বিক কল্যাণে সহায়-সম্পদকে সর্বতোভাবে কাজে লাগানো হচ্ছে।

শ্রী মোদী বলেন, তাঁর শৈশবাস্হাথেকেই ঘোঘা এবং দহেজের মধ্যে ফেরি সার্ভিসের কথা তিনি শুনে এসেছেন। যেহেতু তাঁরসরকার এখন সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে তাই এই নতুন ফেরি সার্ভিসটির আজসূচনা হল।

পূর্ববর্তী বছরগুলির মতোইআগামী ৩১ অক্টোবর সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হবে ‘ ঐক্যের জন্য দৌড়। ’ এই কর্মসূচিতে উ ৎসাহ উদ্দীপনার সঙ্গে যোগদিতে তিনি আহ্বান জানান সকল মানুষকেই।

PG/SKD /NS