ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের শহীদ দিবসে তাঁদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক বার্তায় তিনি বলেছেন, “ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের শহীদ দিবসে আমি তাঁদের উদ্দেশে জানাইআমার প্রণাম। তাঁদের অদম্য সাহসিকতা ও দেশাত্মবোধ পরবর্তী প্রজন্মগুলিকে অনুপ্রেরণা যোগাবে। এজন্য তাঁদের সম্মান জানাই।
যৌবনের শুরুতেই এই তিন সাহসী যুবক তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে পরবর্তী প্রজন্মগুলি স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে।”
PG/SKD/DM/S
I bow to Bhagat Singh, Rajguru and Sukhdev on their martyrdom day & salute their indomitable valour & patriotism that inspires generations.
— Narendra Modi (@narendramodi) March 23, 2016
In the prime of their youth, these 3 brave men sacrificed their lives so that generations after them can breathe the air of freedom.
— Narendra Modi (@narendramodi) March 23, 2016