নতুন দিল্লি, ১৫ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
সেই সঙ্গে ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম। দেশজুড়ে ছড়িয়ে থাকা আমার পরিবারের সদস্যদের জনজাতীয় গৌরব দিবসের আন্তরিক শুভেচ্ছা।”
PG/SD/SKD
भगवान बिरसा मुंडा जी को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। देशभर के मेरे परिवारजनों को इस विशेष अवसर से जुड़े जनजातीय गौरव दिवस की ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 15, 2023