নতুনদিল্লি ৪ সেপ্টেম্বর ২০২৪
মহামান্য,
আমি আপনাকে এবং আপনার সমগ্র রাজ পরিবারকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের সুমধুর কথা, আন্তরিক অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য।
প্রথমেই ১৪০ কোটি ভারতীয়র তরফে আমি আপনাকে এবং ব্রুনেই-এর মানুষকে আপনাদের স্বাধীনতার ৪০ তম বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই।
মহামান্য,
আমাদের শতাব্দী প্রাচীন যোগাযোগ। আমাদের বন্ধুত্বের ভিত্তিই হল সাংস্কৃতিক ঐতিহ্য। আপনার নেতৃত্বে আমাদের সম্পর্ক দিনের পর দিন বেড়ে চলেছে। ভারতের মানুষ এখনও গর্বের সঙ্গে মনে রেখেছে ২০১৮-য় আমাদের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি রূপে আপনার ভারত সফরের কথা।
মহামান্য,
আমি অত্যন্ত আনন্দিত যে, আমার তৃতীয় দফার শুরুতে আমার সুযোগ হয়েছে ব্রুনেই সফরের এবং আপনার সঙ্গে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করার। এটি একটি আশ্চর্য সমাপতন যে, আমরা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ৪০ তম বার্ষিকী উদযাপন করছি। ব্রুনেই ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় লক্ষ্যের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের নির্ণায়ক। আমরা একে অন্যের মনোভাবকে শ্রদ্ধা করি। আমার বিশ্বাস যে, এই সফর এবং আমাদের আলোচনা আগামীদিনে আমাদের সম্পর্ককে কৌশলগত দিক নির্দেশ দেবে। আরও একবার এই উপলক্ষে আমি আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
PG/AP/CS…
Sharing my remarks during meeting with HM Sultan Haji Hassanal Bolkiah of Brunei. https://t.co/yo7GwpTBl1
— Narendra Modi (@narendramodi) September 4, 2024