নয়াদিল্লি, ২২ অক্টোবর , ২০২৪
১৬তম ব্রিকস শীর্ষ বৈঠকে যোগ দিতে রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট মহামান্য ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুদিনের সফরে আমি আজ কাজান যাচ্ছি।
আন্তর্জাতিক উন্নয়নমূলক কর্মসূচি, সংশোধিত বহুপাক্ষিকতা, জলবায়ু পরিবর্তন, আর্থিক সহযোগিতা, নিরবচ্ছিন্ন সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা, সাংস্কৃতিক বিকাশ এবং মানুষে মানুষে যোগাযোগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মত বিনিময়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে ব্রিকস। ভারত ব্রিকস-এর মধ্যে এই ঘনিষ্ঠ বোঝাপড়াকে গুরুত্ব দেয়। গত বছর ব্রিকসে নতুন সদস্যদের যুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দর বাতাবরণের বার্তা দিচ্ছে।
এ বছরের জুলাইয়ে মস্কোয় অনুষ্ঠিত বার্ষিক শীর্ষ বৈঠকের পর আমার এই কাজান সফর ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি মজবুত করবে।
ব্রিকসে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের জন্য আমি সাগ্রহে তাকিয়ে রয়েছি।
PG/ MP/AG
PM @narendramodi emplanes for Kazan, Russia. He will attend the BRICS Summit and meet several world leaders. pic.twitter.com/yspFOD0ahr
— PMO India (@PMOIndia) October 22, 2024
Leaving for Kazan, Russia, to take part in the BRICS Summit. India attaches immense importance to BRICS, and I look forward to extensive discussions on a wide range of subjects. I also look forward to meeting various leaders there.https://t.co/mNUvuJz4ZK
— Narendra Modi (@narendramodi) October 22, 2024