নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৩
ব্যাঙ্গালোর মেট্রোর হোয়াইটফিল্ড (কাদুগোড়ি) থেকে কৃষ্ণরাজাপুরা পর্যন্ত মেট্রোপথটির আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নতুন এই মেট্রো পথে সফরও করেন তিনি।
এ সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে :
“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরু মেট্রোতে সফররত অবস্থায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপচারিতা করছেন।”
হোয়াইটফিল্ড (কাদুগোড়ি) মেট্রো স্টেশনে উপস্থিত হওয়ার পর টিকিট কাউন্টার থেকে একটি টিকিট কেনেন প্রধানমন্ত্রী। এরপর তিনি আজকের এই উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন। হোয়াইটফিল্ড লাইনের উদ্বোধন উপলক্ষে একটি ফলকেরও আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মেট্রোতে আরোহনের জন্য প্ল্যাটফর্মের দিকে হেঁটে যান। তাঁর এই যাত্রাপথে ব্যাঙ্গালোর মেট্রোর কর্মী ও আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন।
আজ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ারচাঁদ গেহলট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বাসবরাজ বোম্মাই।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের বিভিন্ন শহরে বিশ্বমানের পরিবহণ পরিকাঠামো গড়ে তোলার দিকে প্রধানমন্ত্রী বিশেষভাবে দৃষ্টি দিয়েছেন। এরই একটি অঙ্গ হিসেবে হোয়াইটফিল্ড থেকে কৃষ্ণরাজাপুরা পর্যন্ত ১৩.৭১ কিলোমিটার দীর্ঘ মেট্রো পথটির আজ উদ্বোধন করেন তিনি। এটি গড়ে তুলতে ব্যয় হয়েছে ৪,২৫০ কোটি টাকা। মেট্রোপথটি চালু হওয়ার ফলে বেঙ্গালুরুর যাত্রী সাধারণ দ্রুত ও নিরাপদ মেট্রো যাত্রার অভিজ্ঞতা লাভ করবেন।
PG/SKD/DM/
PM @narendramodi is on board the Bengaluru Metro, interacting with people from different walks of life. pic.twitter.com/RKdLSXMucw
— PMO India (@PMOIndia) March 25, 2023