নতুন দিল্লি, ২৪জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 23 জুন, 2023-এ ওয়াশিংটন ডিসিতে বোয়িং-এর প্রেসিডেন্ট এবং সিইও ডেভিড এল. ক্যালহাউনের সাথে দেখা করেন।
প্রধানমন্ত্রী এবং মিঃ ক্যালহাউন বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং সংস্কার (MRO) সহ ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে বোয়িং-এর বৃহত্তর উপস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী বোয়িংকে ভারতে মহাকাশ সংক্রান্ত উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
CG/SD/SKD/
PM @narendramodi met President & CEO of @Boeing, David L. Calhoun. During their discussions, the leaders explored the potential for increased involvement of Boeing in India's aviation sector. pic.twitter.com/H2TkUZ0zRt
— PMO India (@PMOIndia) June 23, 2023