নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫
বৈদ্যুতিন সরবরাহ শৃঙ্খলে ভারতকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ বৈদ্যুতিন উপাদান উৎপাদন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে ২২,৯১৯ কোটি টাকা।
এই প্রকল্পের লক্ষ্য হল, বৈদ্যুতিন উপাদান উৎপাদন পরিমণ্ডলে বিপুল বিনিয়োগ (বিশ্বব্যাপী/দেশীয়) আকর্ষণ করা, সক্ষমতার বিকাশ ঘটিয়ে দেশীয় মূল্য সংযোজন বৃদ্ধি এবং ভারতীয় কোম্পানীগুলিকে বিশ্ব মূল্য শৃঙ্খলের সঙ্গে সংযুক্ত করা।
সুবিধা :
এই প্রকল্পে ৫৯,৩৫০ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরফলে ৪ লক্ষ ৫৬ হাজার ৫০০ কোটি টাকার উৎপাদন হবে। প্রত্যক্ষভাবে ৯১,৬০০ জনের এবং পরোক্ষভাবে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য :
১. ভারতীয় উৎপাদনকারীরা যাতে তাঁদের বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থনৈতিক মাত্রা অর্জন করতে পারেন সেজন্য এই প্রকল্পের আওতায় নানা ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে। প্রকল্পের সুনির্দিষ্ট ক্ষেত্র এবং উৎসাহের ধরণ নীচে দেওয়া হল:
২. প্রকল্পের মেয়াদ ৬ বছর, এর মধ্যে ১ বছর প্রস্তুতির সময়
৩. উৎসাহদানের একাংশ কর্মসংস্থানের লক্ষ্য অর্জনের সঙ্গে যুক্ত
SC/SD/NS
A strong impetus to self-reliance and making India a hub for electronics component manufacturing!
— Narendra Modi (@narendramodi) March 28, 2025
The Cabinet approval for Electronics Component Manufacturing Scheme will attract investments and boost job creation. It will encourage innovation as well.https://t.co/Kx2stb4NPD