Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বেঙ্গালুরুর বিধান সৌধে সন্ত কবি শ্রী কনক দাস এবং মহর্ষি বাল্মীকির মূর্তিতে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য নিবেদন


নয়াদিল্লি, ১১ নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেঙ্গালুরুর বিধান সৌধে সন্ত কবি শ্রী কনক দাস এবং মহর্ষি বাল্মীকির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন।

শ্রী কনক দাসকে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন –

“আজ কনক দাসের জন্মবার্ষিকীর পূণ্য লগ্নে আমি বেঙ্গালুরুতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছি। তিনি আমাদের ভক্তির পথ দেখিয়েছেন, কন্নড় সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং সামাজিক একতার বার্তা সঞ্চারিত করেছেন – এর জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

প্রধানমন্ত্রী মহর্ষি বাল্মীকিকেও শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী শ্রী বাসবরাজ বোম্মাই সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

PG/CB/DM