নতুন দিল্লি, ২২ মার্চ ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহার দিবস উপলক্ষে বিহারের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের ক্ষেত্রে বিহারের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“বীর এবং মহান বিভূতির পবিত্র ভূমি বিহারের সব ভাই-বোনেদের বিহার দিবস উপলক্ষে অনেক শুভকামনা জানাই। ভারতের ইতিহাসকে গৌরবান্বিত করার এই প্রদেশ আজ নিজের বিকাশ যাত্রার যে গুরুত্বপূর্ণ দৌড়ে সামিল হয়েছে, তাতে এখানকার পরিশ্রমী ও প্রতিভাবান বিহারবাসীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমাদের সংস্কৃতি ও পরম্পরার কেন্দ্রবিন্দু এই রাজ্যের সার্বিক উন্নয়নে চেষ্টার কোনও ত্রুটি রাখব না।”
SC/MP/AS
वीरों और महान विभूतियों की पावन धरती बिहार के अपने सभी भाई-बहनों को बिहार दिवस की ढेरों शुभकामनाएं। भारतीय इतिहास को गौरवान्वित करने वाला हमारा यह प्रदेश आज अपनी विकास यात्रा के जिस महत्वपूर्ण दौर से गुजर रहा है, उसमें यहां के परिश्रमी और प्रतिभाशाली बिहारवासियों की अहम भागीदारी…
— Narendra Modi (@narendramodi) March 22, 2025