নয়াদিল্লি, ০৬ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় প্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকার রেল, সড়ক, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বেতিয়ার একটি বিশেষ স্থান রয়েছে। এই ভূমিতেই মোহনদাসজী মহাত্মা গান্ধী হয়েছিলেন। বিকাশিত বিহার এবং বিকশিত ভারতের শপথ গ্রহণের ক্ষেত্রে এর থেকে ভালো জায়গা আর হয় না।
বিহারে এক সময় আইন-শৃঙ্খলার বেহাল অবস্থা এবং পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য যুবারা কাজের খোঁজে অন্যত্র যেতে বাধ্য হতেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। কিন্তু, এখন ডবল ইঞ্জিন সরকারের সুবাদে বিহার হৃতগৌরব পুনরুদ্ধারের পথে দ্রুত এগিয়ে চলেছে বলে শ্রী মোদী জানান। আজ যেসব প্রকল্পের সূচনা হ’ল, তার সুবাদে এখানকার তরুণ প্রজন্ম বিশেষভাবে উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। গঙ্গার ওপর ছয় লেনের দীঘা – সোনপুর কেবল ব্রীজের উদ্বোধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিহারে গঙ্গার ওপর পাঁচটি সেতু সহ ১২টিরও বেশি সেতু নির্মাণের কাজ চলছে। এজন্য বরাদ্দ হয়েছে ২২ হাজার কোটি টাকা।
ভারতে আজ যে রেললাইন পাতা হচ্ছে বা ট্রেনের উদ্বোধন হচ্ছে – তা সবই দেশে তৈরি বলে প্রধানমন্ত্রী জানান। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর দ্রুত প্রসারে যুবসমাজের ভূমিকা অনেকখানি। তিনি ভারতের যুবসম্প্রদায়কে গ্যারান্টি দিয়েছেন এবং আজ বিহারের যুবসম্প্রদায়কেও গ্যারান্টি দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী জানান। তিনি আরও বলেন, মোদীর গ্যারান্টির অর্থ সেই গ্যারান্টি পূরণ হওয়া।
সৌর প্যানেল বসিয়ে দেশের প্রতিটি বাড়িকে ‘সূর্যঘর’ করে তোলা সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী জানান। পরিবারতান্ত্রিক রাজনীতির ছত্র ছায়া থেকে বেরিয়ে জননায়ক কর্পূরী ঠাকুর, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, বাবাসাহেব আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর আদর্শে অনুসারী হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
দরিদ্র মহিলা, যুবসম্প্রদায় এবং কৃষকদের সমস্যা দূর করতে তাঁর সরকারের গৃহীত নানা উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে উঠে আসে নিখরচে রেশন, আয়ুষ্মান ভারত কিংবা পাকা বাড়ি, শৌচালয়, বিদ্যুৎ পরিষেবা, রান্নার গ্যাস, জল সংযোগের কথাও। আখের ক্রয় মূল্য বাড়িয়ে প্রতি ক্যুইন্টালে ৩৪০ টাকা করা হয়েছে এবং ভারতে বিশ্বের বৃহত্তম শস্য মজুত প্রকল্প চালু হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। পিএম কিষাণ সম্মান নিধির মতো কর্মসূচি কৃষকদের কল্যাণে বিশেষ ভূমিকা নিয়েছে বলে তাঁর মন্তব্য। অযোধ্যাধামে শ্রীরাম মন্দির নির্মাণে বিহারের মানুষ অত্যন্ত খুশি বলে প্রধানমন্ত্রী জানান।
ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী পুনরায় প্রত্যয় ব্যক্ত করেন।
আজ চালু হওয়া ইন্ডিয়ান অয়েলের মুজাফফরপুর – মোতিহারি এলপিজি পাইপলাইন নেপালে পরিবেশ-বান্ধব রান্নার জ্বালানী সরবরাহে বিশেষ ভূমিকা নেবে। মোতিহারিতে ইন্ডিয়ান অয়েলের মজুত টার্মিনাল এই জ্বালানী পরিষেবায় গুরুত্বপূর্ণ এক অঙ্গ। এছাড়া, যেসব সড়ক ও রেল প্রকল্পের আজ উদ্বোধন হ’ল, তার সুবাদে ঐ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিশেষভাবে উন্নত হয়ে উঠবে।
আজকের অনুষ্ঠানে বিহারের রাজ্যপাল শ্রী আর ভি আরলেকর, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই প্রমুখ উপস্থিত ছিলেন।
PG/AC/SB …
डबल इंजन की सरकार में बिहार अपने पुराने गौरव को हासिल करने की राह पर तेजी से अग्रसर है। बेतिया में विकसित भारत, विकसित बिहार कार्यक्रम को संबोधित कर रहा हूं।https://t.co/ldWRkdX65d
— Narendra Modi (@narendramodi) March 6, 2024
विकसित भारत के लिए, बिहार का विकसित होना भी उतना ही जरूरी है। pic.twitter.com/n6QurKk9cw
— PMO India (@PMOIndia) March 6, 2024
मेरे लिए तो पूरा भारत ही मेरा घर है, हर भारतवासी ही मेरा परिवार है: PM @narendramodi pic.twitter.com/A02NXHhEC4
— PMO India (@PMOIndia) March 6, 2024