Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব সুফি ফোরামে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভাষণ দেবেন নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব সুফি ফোরামে।

বিশ্বে সন্ত্রাসবাদের মোকাবিলায় সুফিবাদের ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনা ও মত বিনিময়ের লক্ষ্যে এই ফোরামের আহ্বান জানিয়েছে নিখিল ভারত উলামা ও মাশাইখ বোর্ড।

ধর্মের নামে ক্রমবর্ধমান হিংসা ও সন্ত্রাসের মোকাবিলার বিকল্প পথ সম্পর্কে আলোচনা ও মত বিনিময়ের অবকাশ থাকবে ফোরামের এই মঞ্চটিতে। ইসলামের আদর্শবাদ সম্পর্কে আলাপ-আলোচনার একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান ও ভূমিকার কথাও আলোচ্যসূচিতে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

চারদিনের এই ফোরামে ২০০ জনেরও বেশি প্রতিনিধি যোগ দেবেন। বিশ্বের অন্যান্য ২০টি দেশের আধ্যাত্মিক নেতা, বিদগ্ধজন ও শিক্ষাবিদরা আলোচনায় অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। মিশর, জর্ডান, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা এখানে তাঁদের বক্তব্য পেশের সুযোগ পাবেন।

PG/SKD/DM/