নতুন দিল্লি, ৫ আগস্ট , ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা কম্পাউন্ড দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক জয় করেছে আমাদের মহিলা কম্পাউন্ড দল – যা দেশের জন্য অত্যন্ত গর্বের। আমাদের চ্যাম্পিয়নদের অনেক অভিনন্দন। তাঁদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের কারণেই এই অভূতপূর্ব সাফল্য এসেছে।”
AC/CB/AS/
A proud moment for India as our exceptional compound Women's Team brings home India's first-ever gold medal in the World Archery Championship held in Berlin. Congratulations to our champions! Their hard work and dedication have led to this outstanding outcome. pic.twitter.com/oT8teX1bod
— Narendra Modi (@narendramodi) August 5, 2023