Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশিষ্ট হিন্দি সাহিত্যিক পন্ডিত হরিরাম দ্বিবেদীর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুন দিল্লি, ৯ জানুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট হিন্দি সাহিত্যিক পন্ডিত হরিরাম দ্বিবেদীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেছেন, অঙ্গনাইয়া ও জীবনদায়িনী গঙ্গার মতো কবিতা সংগ্রহ সহ তাঁর অন্য নানা রচনা আমাদের সঙ্গে চিরদিন থেকে যাবে।   

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:

“কাশী নিবাসী বিশিষ্ট হিন্দি সাহিত্যকার পন্ডিত হরিরাম দ্বিবেদীর প্রয়াণে আমি শোকাহত। অঙ্গনাইয়া ও জীবনদায়িনী গঙ্গার মতো কবিতা সংগ্রহ সহ তাঁর অন্য নানা রচনা আমাদের সঙ্গে থেকে যাবে। প্রার্থনা করি ঈশ্বরের চরণে তিনি যেন স্থান পান।”

PG/AB/AS