প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট সুরকার শ্রী রবীন্দ্র জৈন-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী রবীন্দ্র জৈন তাঁর বহুমুখী সঙ্গীত প্রতিভা ও অদম্য লড়াকু মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। ওঁর প্রয়াণে আমি ব্যথিত। ওঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল।
PG/DM
Shri Ravindra Jain will be remembered for his versatile music & fighting spirit. Pained on his demise. Condolences to his family & admirers.
— Narendra Modi (@narendramodi) October 9, 2015