নতুনদিল্লি, ২২শে মে, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট সংস্কৃত পন্ডিত শ্রী রেওয়া প্রসাদ দ্বিবেদীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ সংস্কৃতের মহান বিভুতি মহামহোপাধ্যায় পন্ডিত রেওয়া প্রসাদ দ্বিবেদীর প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। সাহিত্য ও শিক্ষার জগতে তাঁর অবদান অনস্বীকার্য । তাঁর প্রয়াণ সমাজের কাছে অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি। “
संस्कृत की महान विभूति महामहोपाध्याय पं. रेवा प्रसाद द्विवेदी जी के निधन से अत्यंत दुख पहुंचा है। उन्होंने साहित्य और शिक्षा के क्षेत्र में कई प्रतिमान गढ़े। उनका जाना समाज के लिए अपूरणीय क्षति है। शोक की इस घड़ी में उनके परिजनों और प्रशंसकों को मेरी संवेदनाएं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) May 22, 2021