নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়েকের বোন শ্রীমতী গীতা মেহতার প্রয়াণে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রীমতী মেহতা ছিলেন একজন বিশিষ্ট লেখিকা।
সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“বিশিষ্ট লেখিকা শ্রীমতী গীতা মেহতাজির মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি তাঁর আবেগ ও আগ্রহের জন্য তিনি খ্যাতিলাভ করেছিলেন। তিনি ছিলেন এক বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব। একইসঙ্গে প্রকৃতি ও জল সংরক্ষণ বিষয়েও তাঁর আগ্রহ ছিল গভীর। নবীন পট্টনায়েকজি এবং তাঁর সমগ্র পরিবারের এই শোকের মুহূর্তে আমি তাঁদের মতোই চিন্তিত ও মর্মাহত। ওঁ শান্তি!”
AC/SKD/DM/
I am saddened by the passing away of noted writer Smt. Gita Mehta Ji. She was a multifaceted personality, known for her intellect and passion towards writing as well as film making. She was also passionate about nature and water conservation. My thoughts are with @Naveen_Odisha…
— Narendra Modi (@narendramodi) September 16, 2023