নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২৩
বিদ্যুৎচালিত যানের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রভাব এখন দেশ জুড়ে পরিলক্ষিত বলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অভিমত।
কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পান্ডে ট্যুইট করে জানান, দেশের মানুষের কাছে বেশ তাড়াতাড়ি বিদ্যুৎচালিত যানের গ্রহণযোগ্যতা বাড়ছে, যার ফলে নেট শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনের পথে এগোন যাচ্ছে অনেকটাই।
এর জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে নিজের প্রতিক্রিয়া জানান;
“এটা খুবই উৎসাহব্যাঞ্জক সংবাদ। বৈদ্যুতিক যানের জনপ্রিয়তা বাড়াতে আমাদের সরকার যে সব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশ জুড়ে তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে!”
PG/AC/NS
बहुत उत्साहवर्धक जानकारी! इलेक्ट्रिक वाहनों की लोकप्रियता बढ़ाने के लिए हमारी सरकार ने जो ठोस कदम उठाए हैं, उसका असर अब देशभर में दिखने लगा है। https://t.co/7QjGZ9hWMQ
— Narendra Modi (@narendramodi) April 19, 2023