নতুন দিল্লি, ২৪ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ‘বিজ্ঞান ধারা’ নামে পরিচিত বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছে।
এই প্রকল্পের তিনটি ক্ষেত্র রয়েছে। এগুলি হল :
১. বিজ্ঞান ও প্রযুক্তির প্রাতিষ্ঠানিক ও মানবিক সক্ষমতা নির্মাণ।
২. গবেষণা ও উন্নয়ন।
৩. উদ্ভাবন, প্রযুক্তির বিকাশ ও প্রসার।
২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত ১৫তম অর্থ কমিশনের এই পর্বে ‘বিজ্ঞান ধারা’ প্রকল্প রূপায়ণে বরাদ্দ করা হয়েছে ১০,৫৭৯.৮৪ কোটি টাকা।
‘বিজ্ঞান ধারা’ প্রকল্পের মূল লক্ষ্য হল, দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী পরিমণ্ডলকে মজবুত করতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সক্ষমতা নির্মাণ, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বিকাশ।
এই প্রকল্পের মাধ্যমে মৌলিক গবেষণা, আন্তর্জাতিক সুযোগ সুবিধা গড়ে তোলা, শক্তি, জল প্রভৃতি ক্ষেত্রে গবেষণা অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে গবেষণার প্রয়াস চালানো হবে। সেই সঙ্গে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত করা হবে। এই প্রকল্পের মাধ্যমে স্কুল স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা হবে।
বিকশিত ভারত ২০৪৭-এর ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে ৫ বছরের লক্ষ্যমাত্রা বেঁধে ‘বিজ্ঞান ধারা’ প্রকল্পের আওতায় সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে।
PG/MP/AS