Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিজয় দিবস উপলক্ষে বীর সেনানীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজয় দিবস উপলক্ষ্যে বীর সেনানীদের শুভেচ্ছা জানিয়েছেন। 
এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বিজয় দিবস উপলক্ষ্যে আজ সেইসব বীর সেনানীদের সাহস ও আত্মবলিদানকে সম্মান জানাই, যাঁরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক জয়ে যোগদান করেছিলেন। তাঁদের নিঃস্বার্থ সমর্পণ ও অটুট সংকল্প দেশকে রক্ষার পাশাপাশি আমাদের গৌরবান্বিতও করেছে। এই দিনটি তাঁদের অসাধারণ সাহসিকতা ও লড়াকু মানসিকতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর দিন। তাঁদের আত্মবলিদান আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সর্বদাই প্রেরণা যোগাবে এবং ইতিহাসের গহনে প্রোথিত থাকবে”।

 

PG/PM/SB