নতুন দিল্লি, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বিকশিত ভারত বিকশিত মধ্যপ্রদেশ’ কর্মসূচিতে ভাষণ দেন। এই উপলক্ষে সেচ, বিদ্যুৎ, সড়ক, রেল, জল সরবরাহ, কয়লা এবং শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ১৭,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন তিনি। সেইসঙ্গে মধ্যপ্রদেশে সাইবার তহশিল প্রকল্পেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এখানকার সমস্ত লোকসভা এবং বিধানসভা এলাকায় বসবাসরত লক্ষ লক্ষ মানুষ বিকশিত ভারত সংকল্পের সঙ্গে যুক্ত। অন্য রাজ্যগুলি একই ধরনের কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র রাজ্যগুলি বিকশিত হলেই ভারত বিকশিত হবে।
আগামীকাল থেকে মধ্যপ্রদেশে শুরু হতে যাওয়া ৯ দিনের বিক্রমোৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে এই রাজ্যের গৌরবময় ঐতিহ্যের পাশাপাশি বর্তমান উন্নয়ন প্রক্রিয়াও তুলে ধরা হচ্ছে। ১৭,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ টেনে মধ্যপ্রদেশে ৩০টি স্টেশনের আধুনিকীকরণের কাজ শুরু করার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ডবল ইঞ্জিন সরকার দ্বিগুণ গতিতে উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে চলেছে।”
মোদীর গ্যারান্টিতে দেশের মানুষের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নমূলক কাজে তাঁর সরকারের অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী। এই সরকারের তৃতীয়বারের শাসনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশে রূপান্তরিত করার ব্যাপারে তাঁর অঙ্গীকারের কথা ফের জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী কৃষি, শিল্প ও পর্যটন ক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকারের গুরুত্বের উপর জোর দেন এবং মা নর্মদা নদীর উপর তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা উল্লেখ করেন। কৃষি ক্ষেত্রে তাঁর সরকারের গত ১০ বছরের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৪০ লক্ষ হেক্টর থেকে বাড়িয়ে দেশের ৯০ লক্ষ হেক্টর কৃষি জমিকে ক্ষুদ্র সেচ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, কৃষি পণ্য মজুতের জন্য আগামী দিনে হাজার হাজার বড় গুদাম তৈরি করা হবে এবং সেগুলিতে ৭০০ মেট্রিক টন কৃষি পণ্য মজুত করা যাবে। এই কাজে সরকার ১.২৫ লক্ষ কোটি টাকা লগ্নি করবে বলে জানান শ্রী মোদী।
মধ্যপ্রদেশের ৫৫টি জেলায় সাইবার তহশিল প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ডিজিটাল ব্যবস্থার ফলে নাম পরিবর্তন এবং রেজিস্ট্রি সম্পর্কিত সমস্যাগুলির সমাধান হবে এবং মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে।
মধ্যপ্রদেশকে শিল্পের অগ্রণী রাজ্য হিসেবে তুলে ধরতে এখানকার তরুণদের উদ্যোগ এবং প্রথমবারের ভোটারদের আশ্বস্ত প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। তিনি বলেন, মধ্যপ্রদেশ আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। সমাজের অবহেলিত শ্রেণীর মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার পরম্পরাগত শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের প্রচারের আলোয় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
গত ১০ বছরে ভারতের অগ্রগতির চিত্র তুলে ধরে লগ্নি ও পর্যটনের ক্ষেত্রে প্রত্যক্ষ সুবিধাগুলির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পর্যটনের ক্ষেত্রে মধ্যপ্রদেশে সাম্প্রতিক অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি। মহিলাদের উন্নয়নে গত ১০ বছরে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে আমাদের বোন ও কন্যারা নজিরবিহীন ক্ষমতায়নের সাক্ষী থাকবেন। পাশাপাশি আগামী ৫ বছরে মহিলাদের আর্থিক অবস্থার উন্নতির কথাও উল্লেখ করেন শ্রী মোদী। তিনি বলেন, “তথ্য অনুযায়ী, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের আয় দ্রুত গতিতে বাড়ছে।” প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্রের কবল থেকে মুক্ত করা হয়েছে। মধ্যপ্রদেশ উন্নতির এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাপ্রকাশ করেন শ্রী মোদী।
PG/MP/SKD
मध्य प्रदेश की डबल इंजन सरकार जन-जन के कल्याण के लिए प्रतिबद्ध है। 'विकसित भारत, विकसित मध्य प्रदेश' कार्यक्रम को संबोधित कर रहा हूं।https://t.co/TbD7wntwAG
— Narendra Modi (@narendramodi) February 29, 2024
भारत तभी विकसित होगा, जब राज्य विकसित होंगे: PM @narendramodi pic.twitter.com/aATqnCojP6
— PMO India (@PMOIndia) February 29, 2024
हमारी सरकार गांव को आत्मनिर्भर बनाने पर बहुत बल दे रही है।
— PMO India (@PMOIndia) February 29, 2024
इसके लिए सहकारिता का विस्तार किया जा रहा है: PM @narendramodi pic.twitter.com/xjEHj0Tbgx
हमने देश में खिलौना बनाने वाले अपने पारंपरिक साथियों को, विश्वकर्मा परिवारों को मदद दी।
— PMO India (@PMOIndia) February 29, 2024
आज विदेशों से खिलौनों का आयात बहुत कम हो गया है: PM @narendramodi pic.twitter.com/l7looIOr9b
बीते 10 वर्षों में पूरे विश्व में भारत की साख बहुत अधिक बढ़ी है: PM @narendramodi pic.twitter.com/gahEiwAWyE
— PMO India (@PMOIndia) February 29, 2024
मोदी की गारंटी पर जनता-जनार्दन को इतना भरोसा है कि उन्होंने खुद ही ये नारा बुलंद कर दिया है- अबकी बार, 400 पार! pic.twitter.com/cOM7cFKyM9
— Narendra Modi (@narendramodi) February 29, 2024
मध्य प्रदेश की डबल इंजन सरकार ने आदिवासी और किसान भाई-बहनों के कल्याण के लिए जो कदम उठाए हैं, उससे उनके जीवन में अभूतपूर्व बदलाव देखने को मिल रहे हैं। pic.twitter.com/AWW1BAPgBo
— Narendra Modi (@narendramodi) February 29, 2024
मध्य प्रदेश आत्मनिर्भर भारत और मेक इन इंडिया का एक मजबूत स्तंभ बनने जा रहा है। pic.twitter.com/gUoovVhsGN
— Narendra Modi (@narendramodi) February 29, 2024
मध्य प्रदेश में आज जिन रेल परियोजनाओं का उद्घाटन हुआ है, उनसे राज्य में खेती, पर्यटन और उद्योग तीनों को लाभ होगा। pic.twitter.com/riw7bzFwcI
— Narendra Modi (@narendramodi) February 29, 2024
जहां बीते 10 वर्ष देश की नारी शक्ति के उत्थान के रहे हैं, वहीं आने वाले 5 वर्ष हमारी माताओं-बहनों और बेटियों के अभूतपूर्व सशक्तिकरण के होंगे। pic.twitter.com/kXS3HZSapf
— Narendra Modi (@narendramodi) February 29, 2024