নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে কেবলমাত্র কয়েকটি কর্মসূচির মধ্যেই মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সীমাবদ্ধ নয়। দেশের উন্নয়নগাথাকে মজবুত করতে ও বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে নারী শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতি স্মৃতি ইরানির একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স বার্তায় বলা হয়েছে :
“ মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ‘বিকশিত ভারত’ এর স্বপ্ন পূরণে নারী শক্তি বহুমূল্যবান অবদান রাখতে চলেছে। স্মৃতি ইরানিজি তাঁর নিজের নিবন্ধে এই ভাবনাকেই পরিস্ফুট করেছেন।”
PG/PM /SG
महिला नेतृत्व में विकास को लेकर हमारी सरकार प्रतिबद्ध है। 'विकसित भारत' के संकल्प में देश की नारीशक्ति का बहुमूल्य योगदान होने जा रहा है। @smritiirani जी ने अपने आलेख में इसी भावना को प्रकट किया है। https://t.co/bf1OpTYxzk
— PMO India (@PMOIndia) February 5, 2024