Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বালিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক


নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বালিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন।

ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রীমতী মেলোনিকে অভিনন্দন জানান শ্রী মোদী। উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাস মোকাবিলা, মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেন।

দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ভারত – ইতালির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্তি উদযাপনে তিনি আগ্রহী। প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী শ্রীমতী মেলোনিকে আগামী বছর জি-২০ শিখর সম্মেলনের জন্য ভারতে আমন্ত্রণ জানান।

PG/PM/SB