নতুন দিল্লি, ১৮ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা পূজনে সামিল হন। তিনি গঙ্গা আরতিও প্রত্যক্ষ করেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“কাশীতে মা গঙ্গার তীর থেকে সরাসরি। ১৪০ কোটি ভারতবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করছি।”
“কাশীতে গঙ্গা আরতি প্রত্যক্ষ করা এক মনমুগ্ধকর অভিজ্ঞতা। পবিত্র গঙ্গার সৌন্দর্য, উজ্জ্বলতা এবং ভক্তি সব দিক থেকে একে বিশেষ করে তুলেছে।”
PG/MP/SKD
LIVE from banks of Maa Ganga in Kashi... Praying for the peace, prosperity and well-being of 140 crore Indians. https://t.co/bRcluxHK0e
— Narendra Modi (@narendramodi) June 18, 2024
Witnessing the Ganga Aarti in Kashi is a mesmerizing experience. The beauty of the sacred Ganga, brightness and devotion all around make it special. pic.twitter.com/65vRiCquys
— Narendra Modi (@narendramodi) June 18, 2024