নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাগদানা আশ্রমের মঞ্জি দাদার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“বাগদানার গুরু আশ্রমের মঞ্জি দাদার প্রয়াণে শোকাহত। সমাজসেবার ক্ষেত্রে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তাঁর অনুগামীদের প্রতি সমবেদনা জানাই।
ওঁ শান্তি…..!!!”
PG/MP/SKD
ગુરુ આશ્રમ, બગદાણાના પૂજ્ય મનજીદાદાના અવસાનના સમાચારથી દુઃખી છું. સમાજસેવા ક્ષેત્રે એમનું યોગદાન હંમેશાં યાદ રહેશે.
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
ઈશ્વર સદ્ગત આત્માને શાંતિ પ્રદાન કરે એ જ પ્રાર્થના તથા શોકગ્રસ્ત અનુયાયીઓને સાંત્વના ॥
ૐ શાંતિ...!! pic.twitter.com/Z5324p2R1D